বাকেরগঞ্জের দুর্গাপাশা ও ফরিদপুর ইউনিয়নে জাপার তৃণমুল কর্মী সভা অনুষ্ঠিত
উত্তম কুমার, বাকেরগঞ্জ ॥ বাকেরগঞ্জের দুর্গাপাশা ও ফরিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের উদ্যোগে তৃণমুল কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৭ অক্টোবর (শনিবার) বিকেল ৪টায় ডি.জি.এল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুর্গাপাশা ইউনিয়ন জাপার সভাপতি শাহজাহান মৃধা’র সভাপতিত্বে এবং বিকেল সাড়ে ৫টায় কাকরধা এ.কে.এম ইনষ্টিটিউশনের হল রুমে ফরিদপুর ইউনিয়ন জাপার সভাপতি আলমগীর হোসেন হাওলাদারের সভাপতিত্বে তৃণমুল কর্মী সভা প্রধান অতিথি ছিলেন, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব নাসরিন জাহান রতনা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাপা’র সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, রফিকুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. বশির আহম্মেদ সবুজ, দপ্তর সম্পাদক অধ্যাপক বিপ্লব মিত্র, যুব বিষসয়ক সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, কাকরধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুর দারাজ, কাকরধা এ.কে.এম ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, কাকরধা এ.কে.এম ইনষ্টিটিউশনের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাকির সন্যামত, উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক নয়ন হাওলাদার, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি নুরুল ইসলাম, মহিলা পার্টির সভাপতি কাজল বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম, গারুড়িয়া ইউনিয়ন জাপা’র প্রচার সম্পাদক ইউপি সদস্য আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য মামুন খান, দুর্গাপাশা ইউনিয়ন জাপা’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোজাম্মেল, ইউনিয়ন যুবসংহতির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, শ্রমিক পার্টির সভাপতি জলিল সরদার, ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি সুমন মৃধা, ফরিদপুর ইউনিয়ন জাপা’র সাধারণ সম্পাদক সুলতান ফকির, জাপা নেতা আজাদ শিকদার, নওরোজ হীরা, যুবসংহতির সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছাত্র সমাজের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক রবিন হাওলাদার, শ্রমিক পার্টির সভাপতি আউয়াল রাঢ়ী প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, দুর্গাপাশা ও ফরিদপুর ইউনিয়ন নদী ভাঙ্গুনী এলাকা। নদী ভাঙ্গুনী মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভাল লাগে। ইতিমধ্যে আমি কয়েকবার নদী ভাঙ্গুনী এলাকাগুলো পরিদর্শন করেছি এবং তাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করেছি। আমি নদী ভাঙ্গুনী মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। জাতীয় পার্টির উদ্যোগে বাকেরগঞ্জের প্রতিটি ইউনিয়নে রাস্তার মোড়ে মোড়ে হোম সোলার বসানো হচ্ছে। এ বিষয়ে আপনারা যদি কোন অনিয়ম পান আমাকে জানাবেন তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। তিনি তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি। দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে এখন থেকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। নিজ নিজ এলাকায় পুরুষের পাশাপাশি মহিলা ভোটারদের উ™ু¢দ্ধ করার আহবান জানান।